পঞ্চগড়ে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১১:১২ পিএম, ১৫ অক্টোবর ২০১৭

পঞ্চগড়ে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ ওঠেছে। রোববার রাতে আধুনিক সদর হাসপাতালে এ ঘটনায় নিহত ইয়াসমিন আখতারের (২০) স্বজনরা চিকিৎসক এবং কর্তব্যরত ওয়ার্ড বয়দের ওপর চড়াও হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। একই সঙ্গে এ বিষয়ে নিহতের স্বামী সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে নিহত প্রসূতির স্বামী মো শিশির দাবি করেন, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে গত বৃহষ্পতিবার (১৩ অক্টোবর) আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ইয়াসমিন আখতারের স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু হঠাৎ ইয়াসমিনের অতিরিক্ত রক্ত ক্ষরণ শুরু হলেও কর্তব্যরত চিকিৎসকরা তেমন গুরুত্ব দেননি।

রোববার রক্তক্ষরণের মাত্রা বেড়ে গেলে নার্স ও চিকিৎসকদের বার বার রোগী দেখার অনুরোধ করা হয়। কিন্তু তারা রোগীর কোনো খোঁজ নেননি। ফলে চিকিৎসা ছাড়াই সন্ধ্যা সাড়ে ৭টায় ইয়াসমিন আখতার মারা যান।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. পীতাম্বর রায় বলেন, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সফিকুল আলম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।