সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১৬ অক্টোবর ২০১৭

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. মোক্তার মোল্লা (৩৯) নিহত হয়েছেন।

সোমবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শৈলাখাল এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। সকাল সোয়া ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত এ গুলিবিনিময় হয়।

এসময়ে র‌্যাব ওই এলাকায় তাল্লাশি চালিয়ে ২১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ বনদস্যুদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে। নিহত মোক্তার মোল্লার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, রোববার রাতে তাদের কাছে খবর আসে সুন্দরবনের শৈলাখাল এলাকায় ৬/৭ জনের একদল বনদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল সোমবার সকালে সুন্দরবনের শৈখা খালের নিকট পৌঁছায়। বনের অভ্যন্তরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছুড়তে শুরু করে। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ৩৫ মিনিট ধরে গুলি বিনিময়কালে র‌্যাবের পক্ষ থেকে দেড়শ রাউন্ড গুলি ছোড়া হয়।

মেজর সোহেল আরও জানান, বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা বনের গহীণে পালিয়ে যায়। পরে স্থানীয় জেলেদের নিয়ে বনের অভ্যন্তরে র‌্যাব সদস্যরা প্রবেশ করলে গুলিবিদ্ধ এক বনদস্যুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা মরদেহটি বনদস্যু লিটন বাহিনী সেকেন্ড ইন্ড কমান্ড মো. মোক্তার মোল্লার বলে শনাক্ত করে। পরে ঘটনাস্থলের পাশে ছড়িয়ে ছিড়িয়ে থাকা একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি কাটারাইফেল, দুটি ওয়ান স্যুটার গান ও ১৬টি পাইপগান এবং ৩৭ রাউন্ড বিভিন্ন ধরনের গুলিসহ বনদস্যুদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

নিহত বনদুস্যর মরদেহ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব জানায়।

শওকত আলী বাবু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।