দারোয়ানকে হত্যা করে মোটরসাইকেল চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:০০ এএম, ১৬ অক্টোবর ২০১৭

চাঁদপুর শহরের ট্রাক রোডে ভবনের পাহারাদারকে হত্যার পর ৪টি মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত দেলোয়ার প্রধানিয়া (৫০) পৌরসভার মুন্সীরহাট দক্ষিণ দীঘলদী গ্রামের বেপারি বাড়ির মৃত নুরু প্রধানিয়ার ছেলে।

ওই ভবনের একটি ফ্ল্যাটের মালিক সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি সকাল ৮টায় বাসা থেকে নিচ তলায় আসলে মূলফটকে পাহারাদারকে না দেখে পাশেই তার কক্ষে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় দেলোয়ারকে পড়ে থাকতে দেখেন।

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার জাগো নিউজকে জানান, তদন্ত ছাড়া আপতত কোনো কিছুই বলা যাচ্ছে না। আমাদের গোয়েন্দা পুলিশসহ অনেকেই কাজ করছেন।

ইকরাম চৌধুরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।