শিবিরের দুই কর্মীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৬ অক্টোবর ২০১৭

লক্ষ্মীপুরে শিবিরের দুই কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে শহরের হাসপাতাল রোড ভিক্টোরিয়া কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আব্দুল্লাহ আল মামুন ও নূর আহম্মেদ। তারা দুজনই লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে।

লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ আলম সাকিব বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- ভিক্টোরিয়া কলেজের সামনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জিহাদি বই, লিফলেট ও সদস্য ফরম নিয়ে অবস্থান করছে। পরে সেখানে গিয়ে তাদেরকে হাতে নাতে ধরে পুলিশে দেই।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।