পাট জাগে বাধায় পুকুরে বিষ প্রয়োগ


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২২ জুন ২০১৫

পাট জাগ দিতে না দেয়ায় বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে জেলার নড়িয়া উপজেলার চান্দনী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নড়িয়া উপজেলার চান্দনী গ্রামের ২ ভাই আবুল কাশেম ঢালী ও আবুল হাশেম ঢালী বাড়ি সংলগ্ন পুকুরে বিগত ৫ বছর ধরে মাছ চাষ করছেন। শনিবার দুপুরে প্রতিবেশী চাচাতো ভাই সালামত ঢালী পুকুরে পাট জাগ দিতে আসেন। কিন্তু পাট জাগ দিলে মাছ মারা যেতে পারে এই কারণে আবুল হাশেম ঢালী তাকে বাধা দেন। এতে ক্ষুদ্ধ হয়ে সালামত ঢালী সোমবার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের সকল মাছ মেরে ফেলেন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্থ আবুল কাশেম ঢালী জাগো নিউজকে বলেন, পাট জাগ দিতে না দেওয়ায় চাচাতো ভাই আমার এত বড় ক্ষতি করলো! আমার এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সালামত ঢালী জাগো নিউজকে বলেন, আমি পুকুরে বিষ দিইনি। আমাকে ফাঁসানোর জন্য তারা নিজেরাই বিষ দিয়ে মাছ মেরেছে। প্রতিবেদন তৈরি করা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি।

মো. ছগির হোসেন/এমজেড/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।