সিলেটে বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাস টার্মিনাল এলাকার তাজমহল হোটেলের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জের ধরে আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সিলেট অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট পরিবহন মালিক, শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ ধর্মঘটের ডাক দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক দাবি করেছেন, হামলাকারীরা যুবলীগ নেতা মহসিন কামরান, সোহেল খান, শামীম, দুলালের নেতৃত্বে একদল তাজমহল হোটেলে হামলা ও লুটপাট চালিয়েছেন। তাজমহল হোটেলে ভাঙচুর-লুটপাট শেষে পালিয়ে যাওয়ার পথে হামলাকারীরা সেলিমের বিরুদ্ধে স্লোগান দিলে শ্রমিকদের হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতারের দাবিতে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান তিনি।

ছামির মাহমুদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।