মাগুরায় আন্তর্জাতিক জনসেবা দিবস উদযাপিত


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৩ জুন ২০১৫

আন্তর্জাতিক জনসেবা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে মাগুরায় র‌্যালি বের হয়। র‌্যালিটি কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে আসে। মাগুরার জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান র‌্যালির নেতৃত্ব দেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ারের সভাপতিত্বে মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাগুরা জেলার সকল সরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন, মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, সহকারী কমিশনার মো. নাকিব হাসান, নাসিম আহমেদ, জেলা তথ্য অফিসার রেজাউল ইসলাম প্রমুখ। মাগুরা জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

মো. আরাফাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।