বেড়িবাঁধের দাবিতে গণঅনশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৮ অক্টোবর ২০১৭

পদ্মা নদীর ভাঙনের হাত থেকে শরীয়তপুরের নড়িয়া-জাজিরা উপজেলাকে বাঁচাতে বেড়িবাঁধ ও নদী শাসন প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৭ ঘণ্টা গণঅনশন করেছেন নদীভাঙন কবলিত এলাকাবাসী।

বুধবার নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে (সকাল ১০টা থেকে বিকেল ৫টা) পর্যন্ত এই গণঅনশন পালন করেন তারা।

পরে শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান গণঅনশন স্থলে পৌঁছে ভাঙনকবলিত এলাকাসীকে আশ্বাস দিয়ে বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ১ হাজার ২২২ কোটি টাকার একনেক প্রকল্পটি পাস হবে। আর প্রকল্পটি পাস হলেই এই শীতে জাজিরা-নড়িয়া উপজেলার পদ্মা নদীর ভাঙনকবলিত এরিয়ায় বাঁধ নির্মাণকাজ শুরু হবে।

জাজিরা-নড়িয়া উপজেলার পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকাবাসী জানান, নড়িয়া-জাজিরা উপজেলা বহু বছর ধরে পদ্মা নদীর ভাঙনের ফলে দুটি উপজেলা শরীয়তপুর জেলার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে। আমরা ভাঙনকবলিত এলাকাবাসী বাঁধ নির্মাণের দাবিতে বহুবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, আলোচনাসভা, পথসভা করেছি। কিন্তু সরকার আমাদের ভাঙনকবলিত এলাকার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাই এলাকাবাসী সারাদিন না থেয়ে গণঅনশন করেছে। আমরা সরকারের কাছে কিছু চাই না, শুধু বাঁধ নির্মাণ চাই।

এ সময় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ি, নড়িয়া পৌরবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আ. জলিল শেখসহ নড়িয়া ও জাজিরার নদী ভাঙনকবলিত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।