নড়াইলে কৃষি ব্যাংকের ছিনতাইকৃত টাকা উদ্ধার


প্রকাশিত: ০৮:১৪ এএম, ২৩ জুন ২০১৫

নড়াইলে গত রোববার ছিনতাই হওয়া কৃষি ব্যাংকের ৪ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। কিন্তু ছিনতাইকারীদের আটক করতে বা তাদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারেনি থানা পুলিশ। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নড়াইল কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রহমত উল্লাহ জাগো নিউজকে জানান, সোমবার বিকেলে ছিনতাইকৃত সমুদয় টাকা পুলিশের মাধ্যমে ফেরত পাওয়া গেছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জাগো নিউজকে জানান, স্থানীয় বিছালী ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও ছিনতাইকারীদের অভিভাবকরা এ টাকা থানায় পৌঁছে দিয়ে গেছেন।

ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, টাকা উদ্ধার হওয়ার পর তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ছিনতাইকারীরা এলাকা ছাড়া। তাদের প্রেফতারের ব্যাপারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সদর থানার বিছালী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমার ইউনিয়নের মধুরগাতি গ্রামের ছলেমান শেখের ছেলে আনিস ও একই গ্রামের রাজু টাকাগুলো ছিনতাই করেন। এলাকার লোকজন তাদের চিনতে পারায় টাকা উদ্ধারের ব্যাপার সহজ হয়েছে।

তিনি আরো বলেন, তারা সন্ত্রাসী প্রকৃতির। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন।

হাফিজুল নিলু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।