ঝিনাইদহের দুই বিউটি পার্লারকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৪১ এএম, ২০ অক্টোবর ২০১৭

মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার, মিথ্যা বিজ্ঞাপন প্রদান ও যথাযথ প্রতিশ্রুতি রক্ষা না করার অপরাধে ঝিনাইদহের বধূয়া ও অভিনন্দন বিউটি পার্লারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ও রাজিয়া আক্তার চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শহরের ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকার বিউটি পার্লারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার, মিথ্যা বিজ্ঞাপন প্রদান ও যথাযথ প্রতিশ্রুতি রক্ষা না করার অপরাধে ব্যাপারীপাড়ার বধূয়া পার্লারকে ৫ হাজার ও অভিনন্দন বিউটি পার্লারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালতের বিচারকরা।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।