বিরল রোগে আক্রান্ত স্কুলছাত্র শাহান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:১০ এএম, ২০ অক্টোবর ২০১৭

বিরল রোগে আক্রান্ত মেহেরপুরের ১২ বছর বয়সী স্কুলছাত্র শাহান হোসেন। চিকিৎসকরা ধারণা করছেন শাহান নিউরোফাইব্রোমেটোসিস (সাতক্ষীরার কিশোরী মুক্তা একই রোগে আক্রান্ত) রোগে আক্রান্ত।

রোগটি জটিল হওয়ায় এ নিয়ে গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি ও সহকারী অধ্যাপক ডা. মাহাবুবুল আলম। তার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শাহান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৫নং ওয়ার্ডের ১৪নং বেডে চিকিৎসাধীন।

শাহান মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের কাথুলি গ্রামের আলতাব হোসেনের ছেলে। তার বাবা আলতাব হোসেন এলাকায় মুদি দোকান করেন। শাহান উপজেলার কাথুলি সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে।

Shahan

এর আগে শাহানকে রাজশাহী ও ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এদিকে ছেলের চিকিৎসা করাতে সহায় সম্বল হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

বাবা আলতাব হোসেন ও মা ঝরনা খাতুন জানান, দুই বছর বয়সে শাহানের বাম হাতে একটি টিউমার আকৃতির মাংসপিণ্ড দেখা দেয়। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারও করা হয়। কিন্তু তার এক বছর পর আর একহাতে একইভাবে মাংসপিণ্ড দেখা দেয়। চিকিৎসকের পরামর্শে ওই হাতেও অস্ত্রোপচার করা হয়। এরপর ধীরে ধীরে রোগটি তার সারা শরীরে ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, শাহান নিয়মিত স্কুলে আসতো। কিছুদিন হলো অনিয়মিত হয়ে পড়েছে। তবে শুনেছি দীর্ঘদিন যাবৎ সে এ রোগে আক্রান্ত। আমরা চেষ্টা করবো তাকে তার চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করতে।

শাহানকে কেউ সহযোগিতা করলে যোগাযোগ করতে পারেন তার বাবার ০১৯৩৯৩৩৮৯২৩ নম্বরে

আসিফ ইকবাল/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।