বৃষ্টিতে বাগেরহাট শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত
উপকূলজুড়ে টানা বৃষ্টিতে বাগেরহাট শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বৃষ্টিতে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মংলা বন্দরে অবস্থান করা জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়ায় মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ অবস্থানে রয়েছে।
টানা বৃষ্টির পানিতে বাগেরহাট শহরের রাহাতে মোড়, লোকাল বোর্ডঘাট, মেইনরোড, বাসাবাটি, রেলরোড, আলীয়া মাদরাসারোড, খারদ্বার, মিঠাপুকুরপাড়, সাহাপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে রয়েছে।
এছাড়া বাগেরহাটের নয়টি উপজেলার নিচু এলাকায় বৃষ্টির পানি জমে প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বাসাবাটি এলাকার রিকশাচালক মধু মন্ডল বলেন, বৃহষ্পতিবার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন না। একারণে আয় কম।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার মো. ওয়ালিউল্লাহ বলেন, বন্দরে তিন নম্বর সংকেত চলছে। বন্দরে বর্তমানে সার, চাল, কন্টেইনার, এলপিজি গ্যাসসহ মোট ১০টি জাহাজ অবস্থান করছে। বৃষ্টির মধ্যে এসব জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আফতাব উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে নষ্ট হওয়ার মতো কোনো ফসল এখন মাঠে নেই। বরং এই বৃষ্টিতে রোপা আমনের মাঠের উপকার হচ্ছে।
শওকত বাবু/এমএএস/আইআই