২২ ঘণ্টা পর ইব্রাহিমপুর-হরিণাঘাটে ফেরি চালু
দীর্ঘ সাড়ে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এ রুটে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় ফেরি বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি ইব্রাহিমপুর ঘাট সূত্রে জানা গেছে, ইব্রাহিমপুর-চাঁদপুর হারণাঘাট নৌ-রুটে বর্তমানে তিনটি ফেরি চলাচল করছে।
যাত্রী ও যানবাহনের চালকরা জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারে সমস্যা হচ্ছে। দেড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে করে যাত্রী ও পরিবহন চালকরা বেশ ভোগান্তিতে পড়েছে।
শরীয়তপুর ইব্রাহিমপুর ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার আব্দুস সাত্তার জানান, রোববার আবহাওয়া ভালো হওয়ায় সকাল সাড়ে ৬টার দিকে ইব্রাহিমপুর-হরিণাঘাট নৌ-রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে পারাপারের অপেক্ষায় ট্রাকসহ অন্যান্য যানবাহনের বেশ চাপ রয়েছে বলে জানান তিনি।
মো. ছগির হোসেন/এফএ/এমএস