খাগড়াছড়িতে দুই পিসিপি নেতা অপহৃত
খাগড়াছড়ি জেলা শহরের একটি ডায়গনস্টিক সেন্টার থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতা অস্ত্রের মুখে অপহৃত হয়েছে। রোববার দুপুর পৌনে ১টার দিকে লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি সোহেল চাকমা ও সহ-সভাপতি জুয়েল চাকমা।
পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন-লারমা গ্রপ) সমর্থকদের দায়ী করে বলেন, লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার থেকে অস্ত্রের মুখে অপহরণ করে দুটি মোটরসাইকেলে করে তাদেরকে দীঘিনালা সড়কের দিকে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই অপহৃতদের উদ্ধারে চেষ্টা চলছে।
এদিকে, শুক্রবার রাতে জেলার পানছড়িতে অস্ত্রসহ আটক চার ইউপিডিএফ কর্মীকে অপহরণ ও অমানুষিক নির্যাতনের পর সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে দাবি করে সোমবার (২৩ অক্টোবর) পানছড়ি-খাগড়াছড়ি সড়কে সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম।
সংগঠনিটির পানছড়ি উপজেলা শাখার সভাপতি কৃপায়ন চাকমা ও সাধারণ সম্পাদক মিন্টু বিকাশ চাকমা সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি