সাঁকো থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৩ অক্টোবর ২০১৭

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার উত্তর বালুরচর এলাকায় সাঁকো থেকে পড়ে নিখোঁজ মাদরাসা ছাত্রী জামিলা খাতুনের (৮) মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার সকালে উপজেলার জারিরদোনা খালের স্লুইসগেট এলাকায় তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনারা। এর আগে রোববার দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে জারিরদোনা খালের উপর সাঁকো থেকে পানিতে পড়ে জামিলা নিখোঁজ হয়।

জামিলা উত্তর বালুরচর গ্রামের মো. ইউছুপের মেয়ে। সে খায়েরহাট ইসলামিয়া কওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্বজনরা জানায়, জামিলা মাদরাসা থেকে দুপুরে বাড়িতে ফেরার সময় সাঁকো থেকে অসাবধানতাবসত পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে খালের স্লুইসগেটের পাশে তার মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।