মহেশপুর সীমান্তে ৪ শিশুসহ ৮ ভারতীয় আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার শিশুসহ ৮ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এদের মধ্যে চারজনই শিশু বলে জানায় বিজিবি।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মেদ কবির হোসেন চৌধুরী জানান, রোববার রাতে খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় খোসালপুর তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- ভারতের উত্তর প্রদেশের শাহাজাদপুর জেলার দেওয়ালী গ্রামের গঙ্গারামের দুই ছেলে সাত্তার পাল (৩৫), প্রেম চাঁদ (৩০), তাদের স্ত্রী স্মৃতি রানী (৩০), স্বপ্না রানী (২৫) ও তাদের চার শিশু সন্তান। তারা কিছুদিন আগে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন।
আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি