লক্ষ্মীপুরের নিখোঁজ তিন রাখাল ভোলায় উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

লক্ষ্মীপুরের কমলগনগরের মেঘনা নদীতে জেগে উঠা চর কাঁকড়া থেকে জলোচ্ছ্বাসে নিখোঁজ তিন রাখালের সন্ধান মিলেছে। ভোলা জেলার ইলিশায় ভেসে গিয়ে তারা আশ্রয় নিয়েছে।

তবে তারা শারীরিকভাবে অসুস্থ রয়েছে। সোমবার বিকেলে কমলনগর মহিষ খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া রাখালরা হলেন- উপজেলার পাটারিরহাটের আবদুর জাহের (৫০), চর ফলকন গ্রামের হান্নান (৩৫) একই গ্রামের মো. বাহার (২৫)। তাদেরকে ভোলার এক আত্মীয়ের বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাখালের স্বজনদের বরাত দিয়ে মাহবুবুর রহমান স্বপন জানান, জলোচ্ছ্বাসের মুখে পড়ে তিন রাখাল স্রোতের অনুকূলে ভাসতে ভাসতে ভোলার ইলিশার উপকূলে গিয়ে পৌঁছায়। রোববার রাতে ওই তিন রাখালের সন্ধান পাওয়ার কথা তাকে জানানো হয়েছে।

গত শুক্রবার (২০ অক্টোবর) নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লক্ষ্মীপুরের কমলনগরের চর থেকে ৬০০ মহিষ, ১০০ গরুসহ ওই তিন রাখাল ভেসে যায়।

কাজল কায়েস/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।