শেরপুরে ধর্ষণ মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

শেরপুরে এক মাদরাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে হাফেজ আব্দুর রাজ্জাক (২৫) নামে এক যুবকের ৩০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে শেরপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুছলেহ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক ঝিনাইগাতী উপজেলার লয়খা গ্রামের মো. জোনাব আলীর ছেলে।

শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের সত্যতা নিশ্চিত করেছন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, মালিঝিকান্দা আয়েশা সিদ্দিকা কওমি মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে আব্দুর রাজ্জাক ২০১৬ সালের ১১ মে মাদরাসায় যাওয়ার পথে স্থানীয় কোয়ারী রোড এলাকা থেকে অপহরণ করে। পরে বিভিন্নস্থানে রেখে বেশ কয়েকদিন তাকে ধর্ষণ করে। ওই ঘটনায় মেয়েটির বাবা দুইজনকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করলে পুলিশ ঘটনার এক সপ্তাহ পর আব্দুর রাজ্জাকসহ মেয়েটিকে উদ্ধার করে। এ সময় মেয়েটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২২ ধারায় জবানবন্দি দেয়।

পরে তদন্ত শেষে একই বছরের ৩১ আগস্ট ঝিনাইগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার আব্দুর রাজ্জাক ও দুলাল নামে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় চিকিৎসক, তদন্ত কর্মকর্তা ও ভিকটিমসহ আট জন সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণে আসামি রাজ্জাকের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারকিআজ এই রায় দেন। অপর আসামি দুলালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।

হাকিম বাবুল/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।