শেরপুরে জেলা পরিষদ সদস্যকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০২:০০ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

শেরপুর জেলা পরিষদ ভবনে জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকারিয়া বিশুকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত বিশু বর্তমানে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

আহত জেলা পরিষদ সদস্য জাকারিয়া বিশু অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প নিয়ে পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমানের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। প্রায় দেড় মাস আগে আমাকে চেয়ারম্যান অফিসে ডেকে নিয়ে ব্যাপক হুমকি দিয়েছে। এরই জের ধরে আমার ওপর সোমবার এই হামলার ঘটনা ঘটে।

জেলা পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান এস এম সাব্বির আহাম্মেদ খোকন সাংবাদিকেদর জানিয়েছেন, কোনো বিষয় নিয়ে চেয়ারম্যানের সঙ্গে বিশুর ঝামেলা নেই। ঘটনা ঘটেছে বাইরের কয়েকজন ছেলের সঙ্গে। এখানে চেয়ারম্যানকে অভিযুক্ত করা ঠিক হয়নি।

এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুর কবির রুমান ঘটনার সঙ্গে তার সম্পৃক্তার কথা অস্বীকার করে বলেন, ঠিকাদারি কোনো বিষয় নিয়ে বাইরের লোকজনের সঙ্গে বিশুর গণ্ডগোল হয়েছে। এতে হাতাহাতির ঘটনাও ঘটেছে। আমি তখন অফিসে ছিলাম, হট্টগোল শুনে অফিসের দোতলা থেকে নিচে নেমে এসে চড়থাপ্পড় দিয়ে ঝগড়া থামিয়ে দিয়েছি। পরিষদের কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়নি।

হাকিম বাবুল/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।