মা ইলিশ রক্ষায় ২২ দিনে মানিকগঞ্জে ৬১৭ জনের সাজা
মা ইলিশ রক্ষায় গত ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলা অভিযানে এবার সবচেয়ে বেশি জেল জরিমানা হয়েছে মানিকগঞ্জ জেলায়। ২২ দিনের অভিযানে জেলায় ৬১৭ জন জেলেকে জেল-জরিমানা করা হয়। এর মধ্যে শুধুমাত্র শিবালয় উপজেলাতেই ৪৫৭ জন জেলে আটক হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ এসব তথ্য জানান।
তিনি জাগো নিউজকে জানান,সারাদেশের ইলিশ প্রজনন এলাকার জেলাগুলোর মধ্যে জেলা হিসেবে মানিকগঞ্জ এবং উপজেলা হিসেবে শিবালয়ে সর্বোচ্চ জেল-জরিমানা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ২২ দিনে শিবালয়ের যমুনা নদী থেকে আটক ৪৫৭ জন জেলের মধ্যে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ১৫৮ জনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। বাকিদের জরিমানা করা হয়। এ বছর ৮ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ২২ দিনে ৬২৫ কেজি ইলিশ মাছ এবং ৩২ লাখ ২৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের বাজার মূল্য ৩৮ লাখ ২০ হাজার টাকা।
মানিকগঞ্জের শিবালয়,দৌলতপুর ও হরিরামপুর উপজেলায় পদ্মা-যমুনা নদীর অন্তত ১৫০ বর্গকিলোমিটার এলাকায় মা ইলিশের বিচরণ ক্ষেত্র রয়েছে বলে মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে।
বি এম খোরশেদ/আরএআর/জেআইএম