কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৪ অক্টোবর ২০১৭

 

কুষ্টিয়ায় কোরবান আলী (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার জাকির হোসেন জানান, একটি মাদকের মামলায় গত মার্চ মাস থেকে হাজতি হিসেবে কোরবান আলী কারাগারে ছিলেন।

সোমবার বুকে ব্যথা নিয়ে কোরবান আলী কারা হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে কারা হাসপাতাল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দিয়ে বিকেলে হাসপাতাল থেকে কারাগারে পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি স্বাভাবিক ছিলেন। রাতে খাবারও গ্রহণ করেন।

মঙ্গলবার ভোর ৪টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলে তাকে দ্রুত ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের আর এম ও ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই কোরবান আলীর মৃত্যু হয়।

জেল সুপার জাকির হোসেন জানান, হাজতি কোরবান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কোরবান আলী কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার মৃত খেরো মন্ডলের ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আল-মামুন সাগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।