সাঘাটায় রোহিঙ্গা বৃদ্ধা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৭

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বোনারপাড়া বাজার থেকে মিয়ানমারের সাবেত্রী সিং (৫৫) নামের এক রোহিঙ্গা বৃদ্ধাকে আটক করেছে পুলিশ।

পরে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে বুধবার বিকেলে তাকে কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দ্যেশ্যে ফেরত পাঠানো হয়েছে। সাবেত্রী সিং মিয়ানমারের রাখাইন রাজ্যের মৃত মোহন সিংয়ের স্ত্রী।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জাগো নিউজকে বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বোনারপাড়ার কাঁচাবাজার এলাকায় সাবেত্রী সিংকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।

পরে স্থানীয়রা খবর দিলে তাকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। পরে সাবেত্রী সিংকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি উত্তরে শুধুমাত্র নিজের নাম, স্বামীর নাম ও বার্মা থেকে এসেছেন বলে জানান। তবে তিনি কিভাবে বোনারপাড়ায় এসেছেন তা তার কথা শুনে বুঝতে পারা যায়নি।

ইনচার্জ মোস্তাফিজুর রহমান আরও বলেন, বোনারপাড়ার স্থানীয় উর্দু ও হিন্দি ভাষার লোক এনে তাকে জিজ্ঞাসা করেও সাবেত্রী সিংয়ের ভাষা বুঝতে পারা যায়নি। তিনি যেহেতু বার্মার কথা বলছেন তাই ধারণা করা হচ্ছে সাবেত্রী সিং মিয়ানমারের রাখাইন রাজ্য থেকেই এসেছেন। তাকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে রেখে আসার জন্য বুধবার বিকেল ৩টার দিকে আমাদের পুলিশ তাকে নিয়ে রওনা হয়েছে।

রওশন আলম পাপুল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।