ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৫ জুন ২০১৫

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার বাগেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোবাইকটি গড়েয়া থেকে ৬ জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে আসলে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর বাগেরহাটে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
 
এতে ঘটনাস্থলেই হজরত আলী (৩৬) নামে অটোবাইক চালক মারা যান।  পরে আহত ৫ যাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।  এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিক ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রবিউল এহসান রিপন/এমজেড/পিআর/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।