জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৮


প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৫ জুন ২০১৫

জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল নামক স্থানে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০জন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল গ্রামের জসিম উদ্দীনের ছেলে ও ভ্যান চালক ফরিদ উদ্দীন (৫০) ও একই গ্রামের কাজী আমিনুল হাকিমের ছেলে আ. মান্নান খন্দকার (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে মাহিরা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কালাই উপজেলার সড়াইল নামক এলাকায় পুনট বাজার থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানগাড়িটির বাসের সাথে সংঘর্ষ হয়। এসময় ভ্যান গাড়িটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং আহত হয় ১৮ জন। আহতদের দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।