বেনাপোল সীমান্তে ৬৫ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬৫ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। আটককৃত হুন্ডি ব্যবসায়ী মুস্তাব আলী (৩৫) বেনাপোলের সাদিপুর গ্রামের তৈয়েব আলীর ছেলে।
বুধবার রাত ৮টার দিকে সাদীপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সূত্রে বিজিবি জানতে পারে বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট সাদিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে এক ব্যবসায়ী বাংলাদেশে প্রবেশ করছে। এই তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা।

বিজিবির অভিযানকালে মুস্তাব আলী একটি বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ওই বস্তা থেকে ৫শ’ ও এক হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার করা হয়। সবমিলিয়ে উদ্ধার হয় ৬৫ লাখ টাকা।
মিলন রহমান/বিএ