২ শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৩:২৯ এএম, ২৭ অক্টোবর ২০১৭

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় লিফলেট বিতরণের সময় দুই শিবির কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ নেতারা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিড্যা ইউনিয়নের সিড্যা গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- সিড্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলী আকবর সরদারের ছেলে আব্দুর রহিম সরদার (২০) ও ৪নং ওয়ার্ডের আলী আজম ফকিরের ছেলে কাউসার ফকির (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমনে চৌধুরী।

ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দুই শিবির কর্মী লিফলেট বিতরণ করছিল। তখন তিনি, সাবেক সভাপতি শামীম, সাধারণ সম্পাদক রনি হাওলাদারসহ ছাত্রলীগ কর্মীরা দুই শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, ওই দুই শিবির কর্মী লিফলেট, চাঁদা তোলার লিস্ট ও ২০১৮ সালের ক্যালেন্ডার বিতরণ করছিল। তখন ছাত্রলীগ নেতারা তাদের আটক করে পুলিশকে জানালে পুলিশ তাদের ডামুড্যা থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মো. ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।