মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন বিশ্বাস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়া হলে বিকেল ৪টার দিকে মারা যান তিনি।
নিহত সাখাওয়াত হোসেন সদর উপজেলার খাবাসপুর ডিগ্রি কলেজের শিক্ষকও ছিলেন।
হাটিপড়া ইউনিয়ন ছাত্রদল নেতা কাজী মো. নাজমুল হোসেন জানান, বেলা ১১টার দিকে ঝিটকা থেকে মোটরসাইকেলে চালিয়ে হাটিপাড়া ফিরছিলেন তিনি। পথে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বি এম খোরশেদ/আরএআর/আইআই