ঘর পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৮ অক্টোবর ২০১৭

গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারকে বিনামূল্যে টিনশেড ঘর তৈরি করে দেওয়া হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এইসব ঘর পরিবারগুলোকে বুঝিয়ে দেয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ফেসবুক গ্রুপের অর্থায়নে এই ঘরগুলো তৈরি করে দেওয়া হয়। এতে সহযোগিতা করে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট ও গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাব।

গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাব কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপের আর্থিক সহায়তায় এসব ঘর তৈরি করে দেয়া হয়। এতে ব্যয় হয়েছে এক লাখ ৫০ হাজার টাকা। ঘরগুলো তৈরির কাজ শুরু হয় চলতি মাসের ১৩ অক্টোবর এবং শেষ হয় গতকাল ২৭ অক্টোবর।

বিনামূল্যে ঘর পাওয়া পরিবারগুলো হচ্ছে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামের সালাম মিয়া ও শাহজামাল হোসেন, গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের সাদা মিয়া ও জয়নাল মিয়া, ধুতিচোরা গ্রামের শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের মোছা. আজিভান বেগম ও কোকিলা রানী দাস।

রওশন আলম পাপুল/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।