লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৮ অক্টোবর ২০১৭

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত মো. খোরশেদ আলমের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোরশেদ কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের চরমার্টিন এলাকার মৃত আবদুল মুনাফের ছেলে। তিনি দক্ষিণ চর কালকিনি হাজী ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

কমলনগর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুজ্জামান জানান, শুক্রবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়ার বেড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মালবাহী পিকআপভ্যান ধাক্কা দিলে তিনি আহত হন। আহত শিক্ষককে সদর হাসপাতালে নিলে চিকিৎসকদের পরামর্শে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাজল কায়েস/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।