মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন উপজেলা চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৮ অক্টোবর ২০১৭

শেরপুরে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভা মঞ্চে অসুস্থ হয়ে পড়েন বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।

শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শহরের বাস টার্মিনাল এলাকার বাসায় নেয়া হয়েছে।

সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, ছানুয়ার হোসেন ছানুর ডায়াবেটিকস জনিত সমস্যা রয়েছে। অসাবধানতার কারণে তার শরীরের ‘ব্লাড সুগার নিল’ হয়ে যাওয়ায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন কিছুটা সুস্থ আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিউমার্কেট মোড় থেকে র‌্যালিতে অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। পরে অতিথিদের সঙ্গে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এক পর্যায়ে বক্তব্য দেয়ার পূর্বেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।