নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রাজমিস্ত্রি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৭

বাগেরহাটে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রেজাউল শেখ (৪৪) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় আরও দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া এলাকার আফতাব মিয়ার ছেলে রচি শেখের বাড়ির নির্মাণাধীন ছাদ ধসে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রেজাউল সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের বাশারাত শেখের ছেলে।

আহতরা হলেন- সুন্দরঘোনা গ্রামের কাশেম শেখের ছেলে কামরুল শেখ (৩৮) ও একই এলাকার আহমেদ মোল্লার ছেলে মান্নান মোল্লা (৩৬)।

নিহতের মামা সেকেন্দার আলী বলেন, শনিবার সন্ধ্যায় রচি শেখের বাড়িতে নির্মাণাধীন খিলান ছাদের ঢালাই শেষ হয়। পরে শ্রমিকদের অনেকইে ছাদ থেকে নেমে আসার পরপরই খিলান ছাদ ধসে পড়ে । এ সময় রেজাউল শেখ,কামরুল শেখ ও মান্নান মোল্লা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান রাজমিস্ত্রি রেজাউলকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, ছাদ ধসে হাসপাতালে আসা তিনজনের মধ্যে রেজাউলকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শওকত বাবু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।