মাগুরায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৯ অক্টোবর ২০১৭

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার শালিখা উপজেলার শতখালি গ্রামে তানিয়া ব্রিকস নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালি গ্রামের আবদুর রশিদ সরদার (৪৯) ও তার ছেলে আবুল হাসান (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানায়, শালিখার শতখালি গ্রামে তানিয়া ব্রিকস ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে আবদুর রশিদ সরদার ও তার ছেলে আবুল হাসানসহ মো. পিন্টু, আলিম হোসেন নামের আরও দুই কর্মচারী গুরুত্বর আহত হয়।

এসময় স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রশিদ সরদার ও তার ছেলে আবুল হাসানকে মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এসংবাদ লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি।

আরাফাত হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।