লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ৩১ অক্টোবর ২০১৭

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি দেশীয় এলজি ও ৯ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার করপাড়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- উপজেলার লামচর ইউনিয়নের মোর্শেদ আলমের ছেলে সালাহ উদ্দিন ও করপাড়া ইউনিয়নের মো. হোসেনের ছেলে নুর মোহাম্মদ। রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় পূর্বের একাধিক ডাকাতি মামলা রয়েছে। এখন অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।