নড়াইলে ইউএনওকে প্রত্যাহারের দাবি ছাত্রলীগের


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৭ জুন ২০১৫

নড়াইলে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা ছাত্রলীগ। শনিবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে এ ঘটনা ঘটেছে ।

জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহামুদ তুফান ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল জাগো নিউজকে জানান, শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলছিল। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ বরুণ কুমার বিশ্বাস আমাদের ডেকে কলেজে কোন রকম বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য কলেজ কেন্দ্র থেকে পরীক্ষার্থীসহ বহিরাগতদের বের করে দিচ্ছিলেন।

এসময় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন হোসেন বলেন, তোরা কারা এখানে কি চাই। পরিচয় দিলে বঙ্গবন্ধু ও ছাত্রলীগ সম্পর্কে তিনি কটূক্তি করেন। আমরা এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এর প্রতিবাদ জানায়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন হোসেন বঙ্গবন্ধু সম্পর্কে মন্তব্য করার বিষয়টি অস্বীকার করে জাগো নিউজকে বলেন, পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে ১৪৪ ধারা জারি ছিল। দুপুর ২টা ১০ থেকে ২০ মিনিটের দিকে ক্যাম্পাসে ৩/৪ জন একসাথে যেতে চাইলে তাদের নিষেধ করা হয়েছে।

পুলিশ সুপার সরদার রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, বিষয়টি শুনেছি আমরা সমাধানের চেষ্টা করছি।

জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ জাগো নিউজকে জানান, আমি নড়াইলে নতুন এসেছি। তারপরও বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাফিজুল নিলু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।