বান্দরবানে সহিংসতা মামলার দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:৩১ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

বান্দরবানের আলীকদম উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর সহিংসতার মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- চৈক্ষ্যং ইউনিয়নের শীলবনিয়া পাড়ার বাসিন্দা মো. সালাহ উদ্দিন ও পাট্টাখাইয়া পাড়ার বাসিন্দা মো. ছৈয়দ হোসেন। মঙ্গলবার বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ২০১৬ সালের ৪ জুন জেলার আলীকদম উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় আলীকদম থানায় ৩৪১-৩৩২-৩৩৩-৩৫৩ ধারায় একটি মামলা করা হয় । মামলার পর থেকে সালাহ উদ্দিন ও ছৈয়দ হোসেনসহ অন্য আসামিরা পলাতক ছিলেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর বলেন, নির্বাচনী সহিংসতার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সৈকত দাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।