কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
কুষ্টিয়ায় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের ডাকে মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলার সব রুটে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে এ বৈঠক চলে। দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার সব রুটে শুরু হওয়া অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী ধর্মঘট প্রত্যাহারের এ সিদ্ধান্তের কথা স্বীকার করে বলেন, জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে অনির্দিষ্টকালের এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ, র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম, বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম রেজাউল ইসলাম বাবলু, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজি সদর উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলুসহ পরিবহন মালিক ও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে শ্রমিক হয়রানির প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে বাস মিনিবাস মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়ার সব রুটে একযোগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
আল-মামুন সাগর/এএম/জেআইএম