শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০১ নভেম্বর ২০১৭

শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির রুমানসহ সাতজনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন তারই পরিষদের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া বিষু।

বুধবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলামের আদালতে এ মামলা করা হয়। পরে আদালত বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- জেলা পরিষদ চেয়ারম্যানের চাচাতো ভাই কামাল হোসেন, হাসান, রিপন, মিন্টু মিয়াসহ অজ্ঞাত আরও দুজন। এরা সবাই শহরের মীরগঞ্জ এলাকার বাসিন্দা।

গত ২৩ অক্টোবর জেলা পরিষদে শারীরিক নির্যাতনের শিকার হন ২নং ওয়ার্ডের সদস্য জাকারিয়া বিষু। হামলার ঘটনায় ২৩ অক্টোবর সদর থানায় মামলা করতে গেলেও মামলাটি রেকর্ডভুক্ত করা হয়নি।

এ ঘটনায় ২৪ অক্টোবর সাংবাদিক সম্মেলন করে বিষু জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানকে দায়ী করেন। এ ছাড়া ২৯ অক্টোবর বিষুর নিজ এলাকা শহরের নবীনগরের সর্বস্তরের জনতা একতাবদ্ধ হয়ে রুমানসহ হামলাকারিদের বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে। পরে বুধবার আদালতে নালিশি মামলাটি করেন জাকারিয়া বিষু।

অন্যদিকে, ওই মামলার ঘটনা সম্পর্কে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুর কবীর রুমান বলেন, ঠিকাদারি কোনো বিষয় নিয়ে জেলা পরিষদের বাইরে সদস্য বিষুর বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল তাকে আমার বিরুদ্ধে ব্যবহার করছে। তবে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় সদস্য বিষুর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ জন্য সে উদ্দেশ্যমূলকভাবে আমাকে হেয় করতে মামলাসহ নানা প্রপাগাণ্ডা চালাচ্ছে।

হাকিম বাবুল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।