ফেনীতে বাসে আগুন : ছাত্রদল নেতার স্বীকারোক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০২ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

ফেনীতে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার গাড়িবহরের পাশে বোমার আগুনে দুটি বাস পুড়ে যাওয়ার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি নুরেস সালাম মিলন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধূরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে এ ঘটনায় সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল ও ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেনসহ ১৩ জনকে আটক করে পুলিশ। বুধবার ফেনী মডেল থানা পুলিশের এসআই নুরুল হক ঘটনার পর দলটির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জহিরুল হক মিলু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।