নওগাঁয় দেয়াল পত্রিকা উৎসবের প্রস্তুতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:২১ এএম, ০৩ নভেম্বর ২০১৭

দেয়াল পত্রিকা। এক ধরনের হাতে লেখা পত্রিকা। যেখানে গল্প, কবিতা ও চিত্রাঙ্কনসহ অন্যান্য রচনা প্রকাশ করা হতো। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যদের সঙ্গে নিজের লেখাটি জানান দিতে এটি করে থাকত। এছাড়া গল্পকার ও সাহিত্যকরাও নিজেদের লেখা দেয়াল পত্রিকায় প্রকাশ করতেন। এটি দেয়ালিকা নামেও পরিচিত। সময়ের বিবর্তনে সেটি আজ বিদায়ের পথে। তাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টির পরিচয় করাতে উদ্যোগ নিয়েছে স্থানীয় একটি সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’।

জানা যায়, একসময় হাতে লেখা দেয়াল পত্রিকার বেশ প্রচলন ছিল। ব্যাপক জনপ্রিয় ছিল এ দেয়াল পত্রিকা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো তাদের কথা জানান দিতে হাতে লিখে দেয়াল পত্রিকায় প্রকাশ করতো। যেখানে সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকা বের হতো। তবে পাক্ষিক ও মাসিক পত্রিকা বেশি প্রকাশ করা হতো। এতে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভা প্রকাশের জন্য নিজেদের চারপাশের পরিবেশ ও মনোজগতের বিষয়ে বহিপ্রকাশ ঘটানোর সুযোগ পায়।

Naogaon-(2)

বর্তমান সময়ে আধুনিক ডিজাইনের প্রকাশনা, টেলিভিশন, তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, স্মার্ট ফোনে ইন্টারনেট ব্যবহার হওয়ায় দেয়াল পত্রিকা এখন বিলুপ্তির পথে। হারিয়ে যাওয়া দেয়াল পত্রিকা বিষয়ে নতুন প্রজন্মকে জানান দিতে এবং ছোটদের শুপ্ত মেধাকে জাগ্রত করতে আগস্ট মাস থেকে কাজ করছে ‘একুশে পরিষদ নওগাঁ’। জেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হলেও সেখানে ২৫টি স্কুল অংশ নেয়। গত বন্যার কারণে কিছুটা বিলম্ব ঘটলেও আবার নতুন করে শুরু হয় কার্যক্রম।

নওগাঁ সদর উপজেলার পিরোজপুর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সানোয়ার হোসেন জানায়, আগে কখনো দেয়াল পত্রিকার বিষয়টি জানতাম না। আমরা কয়েকজন বন্ধু মিলে জাতীর জনক বঙ্গবন্ধুর ছবির প্রতিকৃতিসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য নিয়ে দেয়াল পত্রিকায় এঁকেছি। শিক্ষকরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। মজার বিষয় হচ্ছে আমাদের দেখাদেখি ছোটরাও উৎসাহ পেয়েছে। তারা তাদের মতো কবিতা, ছড়া ও বিভিন্ন ছবি আঁকছে।

Naogaon-(2)

স্থানীয় ‘একুশে পরিষদ নওগাঁ’র সাধারণ সম্পাদক এমএম রাসেল বলেন, দেয়াল পত্রিকার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল মনোভাব, আঁকাআঁকি ও লেখালেখির অভ্যাস বৃদ্ধি পাবে। এতে করে তাদের লেখার আগ্রহ ও জ্ঞানের পরিধি বাড়বে। আগামীতে তারা আরো এগিয়ে যাবে। দেয়াল পত্রিকা উৎসবে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিজয়ীদের আগামী ৪ নভেম্বর শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে (ডিসি বাংলো) পুরস্কৃত করা হবে।

আব্বাস আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।