বান্দরবানে বৌদ্ধদের মহাপিণ্ড দান উদযাপিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৭:১৩ এএম, ০৪ নভেম্বর ২০১৭

ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ড দান অনুষ্ঠান। শনিবার সকালে শহরে উজানী পাড়া রাজগুরুবিহার থেকে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে ভক্তদের কাছ থেকে দান গ্রহণ করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অর্থ এবং ধর্মীয় উপকরণ দানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিবছর কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিন এই অনুষ্ঠানটি উদযাপিত হয়। বিভিন্ন এলাকার বৌদ্ধ ভিক্ষুরা একটি নির্দিষ্ট বিহারে জড়ো হয়ে খাবারের সংগ্রহে বের হন। এসময় ভক্তরা খাবারের পাশাপাশি নগদ অর্থ, বিভিন্ন ফল এবং ধর্ম প্রার্থনার উপকরণ দান করে থাকেন। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মহাপিণ্ড দান অনুষ্ঠান হিসেবে পরিচতি। শেষে ভিক্ষুদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সকলের সুখ শান্তি প্রার্থনা করেন ভক্তরা।

সৈকত দাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।