নড়াইলে ধান কাটাকে কেন্দ্র করে দুইজন টেঁটাবিদ্ধ
বিরোধপূর্ণ জমির ফসল কাটাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় এক সেনা সদস্যসহ দুইজন টেঁটাবিদ্ধ হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আইচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদেরকে কালিয়া হসিপাতালে ভর্তি করা হলে তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।
আহতরা জানান, ওই গ্রামের জাকার মল্লিক ও লুৎফার সরদারের মধ্যে একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। শনিবার সেই বিরোধপূর্ণ জমিতে লোকজন দিয়ে পাকা ধান কাটতে যায় লুৎফার সরদার।
এ সময় জাকার মল্লিকের স্ত্রী মিলিনা বেগম (৪৮) ও তার শ্যালক একই গ্রামের সাহেব মল্লিকের ছেলে সেনাসদস্য ইমদাদ মল্লিক (৪৫) বাধা দেয়। পরে মল্লিকের নেতৃত্বে ১০/১৫ জন প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে ইমদাদের বাম হাতে ও ডান পায়ে ও তার বোন মিলিনার ডান হাতে টেঁটা দিয়ে আঘাত করা হয়।
টেঁটাবিদ্ধ অবস্থায় তাদের প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের শরীর থেকে টেঁটা বের করতে ব্যর্থ হওয়ায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হাফিজূল নিলু/এএম/এমএস