জেলা প্রশাসকের ঝটিকা সফর : ৮ অফিস প্রধানকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:৫২ এএম, ০৫ নভেম্বর ২০১৭

সকাল সোয়া ৮টা। বাসা থেকে বের হলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। কোথায় যাচ্ছেন, কী জন্য যাচ্ছেন ড্রাইভার, দেহরক্ষী কেউ জানেন না। শহরের পোস্ট অফিস মোড় থেকে গাড়ি ঘুরালেন শৈলকুপার উদ্দেশে। ঘড়ির কাটায় যখন ৯টা তখন শৈলকুপা উপজেলা পরিষদে হাজির ডিসি। শুরু করলেন প্রতিটি দফতর পরিদর্শন। উদ্দেশ্য উপজেলাগুলোতে সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে আসেন কি না তা দেখা।

একে একে যুব উন্নয়ন, সমাজ সেবা, আনসার ভিডিপি, মৎস্য অধিদফতর, বিআরডিবি, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি অফিসে পরিদর্শন শেষে কাউকেই পেলেন না তিনি। পরিদর্শন শেষে জেলা কর্মকর্তাদের নির্দেশ দেন যেন অনুপস্থিত কর্মকর্তাদের শোকজ করা হয়।

জেলা প্রশাসকের এমন আকস্মিক পরিদর্শনে হতবাক উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ। তবে এতে খুশি সাধারণ মানুষ। অনেকেই বলছেন, জেলা প্রশাসকের এমন কাজ সত্যিই প্রশংসনীয়। এতে উপজেলা তথা জেলার উন্নয়ন হবে।এমন জেলা প্রশাসক সব জেলায় থাকলে দেশ আরও এগিয়ে যেত।

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, জনগণের সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার বদ্ধ পরিকর। কিন্তু জেলার অনেক সরকারি দফতরের প্রধানগণ সঠিক সময়ে অফিসে আসেন না এমন সংবাদে আজ শৈলকুপা পরিদর্শন করেছি। সেখানে গিয়ে এর সত্যতা পেয়েছি।

তিনি আরও বলেন, সরকার সরকারি কর্মকর্তাদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন। এজন্য জনগণকেও সঠিকভাবে সেবা প্রদান করতে হবে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।