একজন পর্যটকের মাধ্যমে ১১ জনের কর্মসংস্থান : পর্যটনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১১:৫০ এএম, ০৫ নভেম্বর ২০১৭

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, একজন পর্যটকের সঙ্গে ১১ জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। অর্থাৎ একজন পর্যটক রিসোর্টে থাকে, হোটেলে থাকে, কর্মচারীরা কাজ করে, বাজার থেকে জিনিস ক্রয় করে বিমানে অথবা বাসে চলা চল করে। এভাবে অন্তত ১১ জনের কর্মসংস্থানের সৃৃষ্টি হয়।

রোববার দুপুর সাড়ে ১২টায় নড়াইল হাটবাড়িয়া জমিদারবাড়ি ইকোপার্কের মাস্টারপ্ল্যানের ফলক উন্মোচন এবং পর্যটন শিল্পের সম্ভবনা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, জাতীয় আায়ে পর্যটন শিল্প বিশেষ অবদান রাখছে। নড়াইলের হাটবাড়ি ইকোপার্ক নির্মাণের জন্য আগামী অর্থ বছরে বরাদ্দ দেয়া হবে। সরকারের পক্ষ থেকে নড়াইল জেলাকে পর্যটন এলাকা করার জন্য সার্বিক সহযোগিতা করা হবে। যে প্রকল্প তৈরি করা হয়েছে এতে প্রায় ৭৫ কোটি টাকা ব্যয় হবে।

জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন ও নারী নেত্রী আঞ্জুমান আরা বেগম প্রমুখ।

হাফিজূল নিলু/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।