গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলার বর্ষপূর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১১:১৯ এএম, ০৬ নভেম্বর ২০১৭

নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের সঙ্গে পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষের বর্ষপূর্তি পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে শোক র‌্যালি, নিহত সাঁওতালদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সকালে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি পালন করে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও জনউদ্যোগ।

Gaibandha

এদিন বেলা ১১টার দিকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মাদারপুর ও জয়পুরপাড়া গ্রাম প্রদক্ষিণ করে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে নির্মিত শহীদ মিনারে ৬ নভেম্বরের ঘটনায় নিহত সাঁওতালদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেই শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর বিদ্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে।

বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, ঐক্যন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেড আই খান পান্না, মানবাধিকার ও ভূমি অধিকার কর্মী শামসুল হুদা, সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন, গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আইনজীবী মুরাদ জামান রব্বানী, আদিবাসী নেত্রী রিনা মার্ডি, প্রিসিলা মুর্মু, আদিবাসী নেতা বার্নাবাস টুডু প্রমুখ।

Gaibandha

বক্তারা বলেন, গত বছরের এইদিনে পুলিশ ও চিনিকলের শ্রমিকরা সাঁওতালদের ওপর হামলা করে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলি বর্ষণ করে। এ ঘটনায় তিনজন সাঁওতাল মারা যান এবং অনেকেই আহত হন। পুলিশ আদিবাসী ও বাঙালিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। আমাদের মামলার এক বছরেও অভিযোগপত্র দেয়া হয়নি। এমনকি সাঁওতালদের দায়ের করা মামলার মূল আসামিদেরও গ্রেফতার করা হয়নি।

বক্তারা আরও বলেন, আমাদের বাপ-দাদার সম্পত্তি ফেরত দেয়ার ব্যাপারে কারো কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।

সমাবেশ থেকে অবিলম্বে সাঁওতালদের জমি ফেরত ও তিন সাঁওতাল হত্যার বিচার দাবি করা হয়।

রওশন আলম পাপুল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।