মানিকগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:২০ এএম, ০৭ নভেম্বর ২০১৭

মানিকগঞ্জের ঘিওরে এক পুলিশ কর্মকর্তার মাকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবু সায়িদ, আবদুল্লাহ আল মামুন ও উজ্জল। এদের সবার বাড়ি মানিকগঞ্জের বিভিন্ন এলকায়। রায়ে অপর আসামি চাঁপাইনবাবগঞ্জের শংকর কর্মকারকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৫ জুলাই রাতে পুলিশের স্পোশাল ব্রাঞ্চের পরিদর্শক এটিএম মনিরুজ্জামানের মা তাজাল্লিয়া বেগম আলোকে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট মেয়ের স্বামী সাঈদ অন্যান্য আসামিদের সহায়তায় হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মেজো মেয়ের স্বামী আলাদ হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ চার আসামির নামেই চার্জশিট দেন। রায় ঘোষণার সময় আসামি আবু সায়িদ ও শংকর আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আবদুস সালাম এবং আসামিপক্ষে দেলোয়ার হোসেন মামলাটি পরিচালনা করেন।

বি.এম খোরশেদ/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।