সিলেটে টিলা ধসের ঘটনায় দুটি তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৭ নভেম্বর ২০১৭

সিলেটের কানাইঘাটের লোভাছড়ার বাংলাটিলা এলাকায় পাথর কুড়াতে গিয়ে পাঁচ শিশুসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এছাড়া পুলিশের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের কোনোাপাড়া কান্দলা গ্রামের আলমাছ উদ্দিনের দুই ছেলে নাহিদ আহমদ (১২), শাকিল আহমদ (১২), মুছব্বির আলীর ছেলে মারুফ আহমদ (১২), ইউনুস মিয়ার ছেলে জাকির আহমদ (১৭), আয়না মিয়ার ছেলে আব্দুল কাদির (১৩) ও আব্দুলবারীর ছেলে সুন্দর আলী (৪০) লোভা নদীর তীরবর্তী সুউচ্চ বাংলাটিলার নিচে পাথর কুড়াতে গিয়ে মাটি চাপায় নিহত হন।

নিহতদের মধ্যে প্রথম চারজন ডাউকেরগুল নেসারুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র ও একজন হারিছ চৌধুরী একাডেমির ছাত্র। আর সুন্দর আলী ওই এলাকারই বাসিন্দা।

মঙ্গলবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমানকে প্রধান করে গঠিত এই কমিটিতে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো আবদুল্লাহ ও রেভিনিউ ডেপুটি কালেক্টর কাজী আরিফুর রহমানকে রাখা হয়েছে। এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানাতকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিহত শিশুদের মা-বাবা জানান, গতকাল ওই টিলার পাশে ডাউকেরগুল মাদরাসার ওয়াজ মাহফিল ছিল। এ ওয়াজ মাহফিল উপলক্ষ্যে প্রতি বছর মেলা বসে। ওই মেলায় যেতে টাকা জোগারের জন্য শিশুরা টিলা খোদাই করে পাথর উত্তোলন করতে গিয়েছিল। যা তারা জানেন না বলে দাবি করেন।

সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, পুলিশের কানাইঘাট সার্কেল আমিনুল ইসলাম সরকার, অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ।

জেলা প্রশাসকের পক্ষ থেকে আপাতত মরদেহগুলো দাফনের খরচ বহন করা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান। ওই এলাকায় যাতে আর কেউ পাথর উত্তোলন করতে না পারে সে জন্য লাল পতাকা টানানো হয়েছে।

ছামির মাহমুদ/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।