লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ‘লাদেন বাহিনী’র সদস্য গ্রেফতার
লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আবদুছ ছাত্তারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি বন্দুকযুদ্ধে নিহত জেলার শীর্ষ সন্ত্রাসী মাছুম বিল্লাহ ওরফে লাদেন মাছুম বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত আবদুছ ছাত্তার।
মঙ্গলবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে একটি দোনলা বন্দুক, ২০ রাউন্ড বন্দুকের গুলি ও ২৬৬ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আবদুছ ছাত্তার একই এলাকার মৃত মমিন উল্লার ছেলে।
থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভোরে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলিতে নিহত লাদেন মাছুম বাহিনীর সদস্য আবদুছ ছাত্তারের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি রয়েছে।
এ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি চা দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির রান্নাঘরের মাটির নিচে পলিথিনে মোড়ানো অস্ত্র, কার্তুজ ও গুলি উদ্ধার করা হয়।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, আবদুছ ছাত্তার লাদেন মাছুম বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
কাজল কায়েস/এএম/জেআইএম