বাস চালককে থাপ্পড়, এসআই ক্লোজড, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৮ নভেম্বর ২০১৭

গাইবান্ধা জজকোর্টের এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে বুধবার দুপুরে বাসের ধাক্কা লাগায় কথা কাটাকাটির একপর্যায়ে বাসচালককে চর-থাপ্পড়ের ঘটনা ঘটেছে।

এর প্রতিবাদে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে গাইবান্ধা জেলার মোটর শ্রমিকরা। এতে করে ভোগান্তিতে পড়ে বিভিন্ন যানবাহনের চালক, সাধারণ মানুষ ও অসুস্থ রোগীরা। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ওই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে গাইবান্ধা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার পুলিশ ও মোটর শ্রমিকরা জানায়, রংপুর থেকে আসিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুর ১২টার দিকে গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা কোর্টপুলিশের এসআই আবু সাঈদের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে আবু সাঈদ মাটিতে পরে গেলে পরে উঠে গিয়ে বাসচালক মামুন মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু সাঈদ মামুনের গালে চর-থাপ্পড় মেরে দ্রুত ওই এলাকা থেকে সরে যান।

এ ঘটনায় মোটর শ্রমিকরা ওই মোটরসাইকেলের চালককে গ্রেফতার করে শাস্তির দাবিতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গাইবান্ধা বাসস্ট্যান্ডে সড়কের ওপর বাস-ট্রাক থামিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে করে বিভিন্ন যানবাহন চালক, সাধারণ মানুষ ও রোগীরা বিপাকে পড়েন।

পরে গাইবান্ধা পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেয় মোটরশ্রমিকরা।

বাসচালক মামুন মিয়া জানায়, সাইড দিতে গিয়ে আমার বাসের সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলের সাইলেঞ্জার পাইপের ধাক্কা লাগে। পরে তিনি এসে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের পরিচয় দিয়ে আমার গালে চর-থাপ্পড় মারে।

গাইবান্ধা জেলার মোটর ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম কুমার বিশু মুঠোফোনে বলেন, আমাদের দু’জন বাসচালককে পুলিশ পরিচয় দিয়ে এক মোটরসাইকেল চালক মারধর করেন। অথচ আসিফ পরিবহনের সেই বাসচালকের কোনো দোষ ছিল না। এ ঘটনায় তাৎক্ষণিক এসপি স্যারের আশ্বাসে আমরা এ অবরোধ তুলে নিয়েছি।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার মুঠোফোনে জাগো নিউজকে বলেন, বাসের ধাক্কায় আবু সাঈদ মাটিতে পরে যান। তিনি কোমরে আঘাত পেয়েছেন, ইনজেকশন নিতে হয়েছে। মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তাকে সিসি ফুটেজ দেখে শনাক্ত করে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রওশন আলম পাপুল/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।