নওগাঁয় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের ঋর্ষি গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মৃত রিয়াজ উদ্দীনের ছেলে বজলুর রশিদ (৪০), মৃত নজরুল ইসলামের ছেলে রেজাউল করিম বুলু (৪৫), তার স্ত্রী হালিমা বেগম (৩৫), আসামি ফারুক হোসেন (৩৬) ও তার স্ত্রী ফারজানা খাতুন(৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঋর্ষি গ্রামের আব্দুল গফুরের ছেলে ফারুক হোসেন ছিলেন একটি চেকের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সকাল ৯টার দিকে মহাদেবপুর থানা পুলিশের এএসআই শরিফুল ইসলাম, নীলমুনি ঘোষ ও গ্রাম পুলিশসহ চারজন ফারুককে বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় ফারুকের পরিবার, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বজলুর রশিদসহ ১০-১২ জন নারী ও পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এ সময় হাতকড়া পরা অবস্থায় আসামি ফারুককে ছিনিয়ে নিয়ে যায়।
তাদের মারপিটে এএসআই শরিফুল ইসলাম, কনস্টেবল নীলমুনি ঘোষ ও গ্রাম পুলিশসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশের একাধিক দল তিনটি গ্রাম ঘিরে ফেলে। এরপর গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে একটি মাঠ থেকে ফারুককে পুনরায় গ্রেফতার করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় আরও চারজনকে আটক করা হয়।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চেক ডিজঅনার মামলায় আসামি ফারুক পলাতক ছিল। তাকে গ্রেফতার করার পর আসামির আত্মীয়-স্বজনরা হামলা চালিয়ে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পুনরায় আসামিকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আব্বাস আলী/আরএআর/এমএস