বরিশালে ট্রলারের সঙ্গে সংঘর্ষে স্পিড বোটের ১১ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১০ নভেম্বর ২০১৭

বরিশালের বিশ্বাসেরহাট সংলগ্ন কড়াইতলা নদীতে সবজি বোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে স্পিড বোটের নারী ও শিশুসহ ১১ জন যাত্রী আহত হয়েছেন।নিখোঁজ রয়েছেন জোৎস্না বেগম (২৫) নামে এক নারী। এ ঘটনায় স্পিড বোট মালিক ট্রলার চালকের ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ জোৎস্না বেগম ভোলার বোরহান উদ্দিনের দলিলপুর এলাকার মো. মজনুর স্ত্রী।

স্পিড বোটের যাত্রীরা জানান, মজনু স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় থাকেন। গতকাল মজনুর মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে মজনু তার পরিবার ও অন্য স্বজনদের নিয়ে সড়ক পথে ঢাকা থেকে বরিশাল আসেন এরপর স্পিড বোট যোগে বরিশাল থেকে ভোলার বোরহান উদ্দিনের উদ্দেশে রওয়ানা হন।

বরিশাল নৌ বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফিক জানান, রাত ৮টার দিকে বরিশাল ডিসি ঘাট থেকে একই পরিবারের ১২ জনকে নিয়ে স্পিড বোটটি ভোলার উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাস্থল অতিক্রমকালে সাহেবের হাট থেকে ছেড়ে আসা সবজি বোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে স্পিড বোটটির। এতে স্পিড বোটের সব যাত্রী নদীতে পড়ে যায়।

১১ জন সাতরে তীরে উঠতে পারলেও জোৎস্না বেগমের কোন খোঁজ পাওয়া যায়নি। আহতদের মধ্যে ২ জনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মো. শফিক জানান, এদিকে ঘটনার পর বরিশাল ডিসি ঘাট এলাকা থেকে স্পিড বোট মালিক কালাম শরিফ ও বিশ্বাসেরহাট এলাকা থেকে ট্রলার চালকের ছেলেকে আটক করেছে পুলিশ। নিখোঁজ জোৎস্না বেগমকে খুঁজতে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমআরএম/ওআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।